মৃত্যুর চিঠি এসে গেছে
    এম এ সালাম
      ০৩-০৮-১৯


মৃত্যু আমায় ডাকছে সতত-
     মন বলেছে আজই,
কোথাও পালাবার জায়গা নেই
     ইহাই সর্বদা ভাবি।


বারেক ফিরে তাকাই যখন-
     বাড়ী গাড়ীর দিকে,
মৃত্যু নামক ওই শব্দটা
     তুলে রাখি ওই ছিকে।


রঙ তামাশায় থাকি যখন-
    ভাবি মৃত্যু কিরে ভাই,
বাবা দাদায় ওই ট্রেনেই ছুটছে
     শেষটায় আমার হবে তাই।


বলতে বলতে সময় গেল-
    দাড়ী চুল পেঁকে সাদা,
রঙ মহল সবই পড়ে থাকবে
  থাকবে শান বাধাঁনো ঘাটবাধা।


ট্রেন স্টানে অপেক্ষা করছি-
      আমায় কখন নিয়ে যাবে,
মনের আয়নায় এখন শুধু
      হায়! সেই কথাটাই ভাবে।


মৃত্যু,ডাকছে আমায় হাত ছানীতে-
     ওরে আয়রে আয় চলে,
ট্রেন আসলে আর নয় অপেক্ষা
    আসবি পারবি না কাউকে কিছু বলে।