তোমার তর্জনী তুলিতে নীল আকাশ-
     আমাদের হয়ে গেল,
তোমার পা ফেলতেই বাংলা ভুমে
    কত খাল নদী প্রবাহিত হল।


তোমার হুংকারে ভয় পায়-
      জংগলের হিংস্র জানোয়ার,
তোমার শক্তির কাছে পরাজিত
    পশ্চিমা হিংস্র আলবদর।


তোমার হুংকারে সত্তর পার হয়-
     সাহসের স্ফুলিংগের ফুলকিতে,
একাত্তর দেখেছি রন প্রস্তুতিতে
    তেজস্বি বাহুদুখানা প্রসারিতে।


তোমার ইশারায় জাপিয়ে পড়েছে-
     বাংলার সাধারণ জনগন,
তোমার ডাকে রক্ত দিয়ে যুদ্ধ করেই
     এই বাংলা করেছে স্বাধীন।


তোমার জন্য বাংলার আকাশে-
      উড়ছে লাল সবুজের পতাকা
এই পতাকা নতুন প্রজন্মকে
     জানাবে তোমার আলোক বর্তিকা।


মুজিব,কর্মের মাঝেও অমর তুমি-
        অমর হয়েছে মরেও,
সবাই তোমায় স্মরণ করবে
       হাজার বছর পড়েও।