মুখোশ পড়া মেয়ে
    এম এ সালাম
     ২৮-১২-১৯


খোলামেলা মেয়েরে তুই-
    চলো মুখোশ পড়ে,
সমাজ তোমার ভাবভঙ্গিমা
    একদিন ফেলবে ধরে।


সরল যদি হও রে তুমি-
    খোলা মনে চলো,
মনের কষ্ট সূধীর কাছে
    আপন মনে বলো।


খোলা মনের মেয়ে যদি-
    হঠাৎ মুখোশ পড়ে,
গাঁয়ের লোক তারে নিয়ে
    কিবা বলতে পারে।


মুখোশ পড়ে মাঝে মাঝে-
    যে অভিনয় কর,
কেহ হয়তঃ বলতে পারে
    মেয়ে, এমন কেন কর?


তুমি  কি বা জবাব দিবে?
    সূধিজনের কাছে,
সদুত্তর কি তোমার কাছে
     এই মুহুর্তে আছে।


মেয়ে,মুখোশ পড়ার অন্তরালে-
     যদি জড়িয়ে থাকে স্বার্থ,
লুকিং গ্লাসে দেখবে একদিন
      স্বার্থ তোমার ব্যার্থ।