মুক্তহস্তে দান(ব্যঙ্গ)
      এম,এ,সালাম
            ২৮-০৪-২০


বেচা নাটাম্র দান করিলেন
     পণন মুক্ত হস্তে,
খরিদার অজান্তে এমন দান
     কে করিবেন রপ্তে।


এমন দানে গর্বে আটখান
   বেজায় বিপণি খুশী,
সবখানেতে বলে বেড়ায়
   শ,খানেক দান করেছি।


কার ফল কে দান করেন
    ক্রায়ক যদি জানিত,
কোন কায়দায় এই দান কি?
    খদ্দর কখনও মানিত।


দোস্তবাড়ির খাদিম দিল
    বন্টন নিজে করে,
সুধীজনকে খুশী করেছি
    নিজের মত করে।


সে গর্ব করে বলে বেড়ায়
     দানে কে আছে বড়,
আমার দানে এলাকাবাসী
   সতত হয় জড়সড়ো।