চেয়ারে বসে নেতা তার-
     নেতৃত্ব দিয়ে যায়,
তৃর্ণমূল হুকুমের গোলাম
     হুকুম পালন করে যায়।


নেতা তার মুখের কথা-
     একটু বলে দিলেই,
সেই অনুযায়ী কাজ করেন
      পাওয়ার আশা ছেড়েই।


নির্বাচনের সময় আসলে -
    নেতারা তৃর্ণমূলকে খোজে,
অন্য সময় তৃর্ণমূলকে
     পর হিসেবেই বোঝে।


তৃর্ণমূল দিনরাত পরিশ্রম করে -
    ভোট চায় ভোটারের কাছে,
গাড়ীতে করে নেতা একদিন
     তৃর্ণমূলের সভায় আসে।
  
কথায় কথায় মুখে বলে-
     তৃর্ণমূলের ক্ষমতাটা বড়,
আসল সময় বড় নেতারা
      ছোটদের স্বার্থ নষ্ট কর।


তৃর্ণমূলের দেহটা ভাই-
     একটি সরল যন্ত্র,
তৃর্ণমূল বিপদে পরলে
     নেতারা দেয়না মন্ত্রতন্ত্র।


তৃর্ণমূলকে মূল্যায়ন করে-
     শুধুই মুখে মুখে,
এই বিষয়টি মনে পড়লে
     মরি মনের দূঃখে।


আম খেয়ে বাড়া দেয়রে-
     তৃর্ণমূলের হাতে,
ইহা ছাড়া কিছু পায়না
      অরন্যে রোধন তাতে।


তৃর্ণমূলেরা সারা জীবন-
বলদের মত ঘানি টানে,
কিছু একটা পাওয়ার জন্য
  শুধুনেতার বোঝা টানে।


ভোটের যখন আসে এলাকায়-
        তৃর্ণমুলের কাছে,
জন সমার্থন পাইলে নেতায়
       মোদের ডেকে নেয় কাছে।


তৃর্ণমূল নির্বাচনে খরচ করে-
    নিজের পকেটের টাকা-
চাকরী, এমন কি বিপদে পড়লে
    নেতারা দেখায় হাতের টাটা।