মুর্খের দাপট
এম,এ,সালাম
০৩-১১-২০


মুর্খের  দাপটে বলতে পারি না
    সঠিক শব্দের বুলি,
ইজ্জত  নিয়ে ছিনিমিনি  খেলা
    যাচ্ছে ছক্কাপাঞ্জা  খেলি।


সঠিক কথা বলতে পারি না
      তুরুপ মারে মাঝে,
জ্ঞানগুনীর মান-সম্মান নিয়ে
      শুধু প্রশ্ন মনে জাগে।


টাকার দাপট  করে বেড়ায়
    হুংকার দেয় মুখে,
মুর্খের  দলে রাখতে চায় না
    জ্ঞানী গুনীদের সুখে।


দেখুন মুর্খের মুখে রামায়ন
কেহই শুনতে চায় না,
কাজ হাসিলের  জন্য কেহ
ওদের সাথে করে বায়না।


লোক সমাজে হাট-বাজারে
দেখি মুর্খদের ছড়াছড়ি,
মুর্খের মুখের তিক্ত কথা
কিনতে খায় গড়াগড়ি।