মূর্খের মুখে রামায়ণ
     এম এ সালাম
      ২২-১২-১৯


গোটা মস্তিষ্কে অন্ধের আদালত-
    আধ-আধ সুরে ন-জ্ঞান,
নিজেকে অনেক জ্ঞানীভাবা
    বোকার স্বর্গেবাস সমতুল।


কোরান, গীতা,রামায়ন ত্রিপাঠক-
    এক বিন্দু ধার ধরে না যে,
নিজের মুখোভিনয় বড় করে দেখে
    গর্দভ পানি ঘোলা করে খায়।


শতজ্ঞানীর উপস্থিতি থাকা সত্ত্বেও-
    কর্কষ ভাষায় অজ্ঞানের বুদ্ধিবিক্রি
নিজেকে অনেক জ্ঞানী বলিতেছো
   মূর্খের মুখে রামনাম মানায় না।


মূর্খ আমীরের পাইক পেয়াদা-
     জ্ঞানীর সমতুল্য অবাস্তব,
নিজের নাক কেটে অপরের যাত্রা
   ভংগ করলে তাকে কি বলা যায়?


খাঁটি মধু আজীবন খাঁটি থাকে-
     তামা কখনো সোনা হয়না,
সোনার বদলে এমিটি ব্রুঞ্চ নিলে
    জ্ঞানের পরিমাপ সহজতর।