মায়াবি এই চোখ দুটো
          এম,এ,সালাম
           ০১-০৯-২০


ওগো তুমি একটু দেখে নিবে
      আমার আখি লাগিয়ে চোখে,
আমার চোঁখে তুমি কত সুন্দরী
      বুঝে নিবে অনুভুতি দেখে।


‌ তুমি আমার চোঁখে নয়তঃ কাল
      তুমি আমার মনের মত,
দেশ বিদেশে কত সুন্দরী দেখিলাম
       তুমি নয়তঃ কাহারো মত।


আমার মনে আলো জ্বালিয়েছ
     এ আলো জ্বলবে চিরদিন,
এই আলোতেই দেখে নিব
        তোমার মনের ভিতর দিন।


আমার চোঁখ যে মায়াবী চোঁখ
       জীবে দয়া করে যেই জন,
সকল জীবকে ভালবেসে যাব
        আমি শুধুই সেইজন।


তোমার চোঁখ যে কাজল কালো
       আমার মনের চোঁখে,
আলোকময় পৃথিবীতা বারে বারে
      আমাদের উকি দিয়ে দেখে।


ওগো আমার মায়াবী চোঁখ দুটি
    যখন তোমাকে বারে বারে দেখে,
আকুলি বাকুলি করিয়া এ মন
     কি যেন বলিতে থাকে।


ওগো আমি যখন এ জগত হতে
       চলে যাব ভিন্ন জগতে,
আমার এ চোঁখ যেন তবুও
      আপন করে পারে দেখিতে।