জানিনে বলে দূরে আছি-
   কাছের মানুষ বলে,
দুঃখে আমার হৃদ ছুঁয়েছে
    কার কাছে যাই বলে।


যার কাছেই বলিব দুঃখ-
    সেই দোষি করে,
ভুল বুঝিয়া দূরে গেলাম
     পরকে আপন করে।


মক্কার লোকে হজ্জ পায়নি-
   এটাই দুঃখের কথা,
ভুল বুঝিয়া বঞ্চিত হলাম
    এটাই সঠিক কথা।


নিজ দোষেতে দোষী হইলাম-
    দোষ দেই কপালেরে,
কপালের নাম গোপাল চন্দ্র
    জড়ায় ধরেছে মোরে।


মিলন মেলা বসিতেছে কাল-
    বাড়ীর পাশের হাটে,
বঞ্চিত হয়ে ধুকে-ধুকে মরছি
     নিজ বাড়ীর বাটে।


আড্ডার ছলে সেল্ফি হবে-
  মিলনের বৈঠক খানায়,
ধুম-ধামের সহিত খাওন হবে
    আমার প্রিয় বন্ধু জানায়।


ইচ্ছে ছিল মিলন মেলায়-
    হব সবার সাথে মুখোমুখী,
আয়নার দিকে চেয়ে দেখি
     আমার বদনের বেগতি।