নাক কেটে যাত্রাভঙ্গ
      এম,এ,সালাম
       ১৩-০৫-১৮


নিজের ঘটে যা বুদ্ধি আছে-
     তা দিয়ে নিজেকে সামলাও,
অপরকে বুদ্ধি দিয়ে লাভ নেই
    কারণ শীত এক মাঘে যায় না।


তুমি এখনো লক্ষ্য কর নি!
     অপরকে একটি আঙ্গুল দেখালে,
তোমার পানে তিনটি চেয়ে থাকে
     ফাক পেলে ছুঁয়ে দিবে তোকে।


নিজের খাও দাও ফুর্তি কর-
      এর চেয়ে ভাল কি হতে পারে,
গাঁয়ে পড়ে কাউকে বুদ্ধি দিও না,
    একদিন তোমার বিপক্ষে যাবে।


নিজের ঘারের দাদ আগে সারাও-
     তার পড়ে মলম বিক্রি কর,
নচেৎ কষ্ট,পরিশ্রম বিফলে যাবে
       ধিক্কার দিবে, লজ্জা পাবে তুমি।


পরিবেশ পরিষ্কার ও পরিছন্ন রাখ-
     দুষিত হলে সমাজ নিন্ধা দিবে,
তছনছ হতে পাড়ে একদিন
      বুদ্ধি বিক্রির কল-কারখানা।


হয়তঃ এখন কাহারো পৌষ মাস-
           আবার কাহারো সর্বনাশ,
একদিন বুদ্ধির দাতা  ধরা পড়বে
       সেদিন কোথায় মুখ লুকাবে।