নারী আমার অর্ধাঙ্গিনী
এম, এ, সালাম
      ১১-০৩-২০


নারী ছাড়া আমি অথৈ সাগরে -
    দেখ, ভাসি দিবানিশি,
নারীই আমায় ফুটিয়ে তোলে
     মলিন মুখের হাসি।


এই নারীই আমার প্রিয় মা-
     ছেলের মত ভালবাসে,
সন্তানের মুখে হাসি দেখলে
     মা,মনের আনন্দে হাসে।


নারীই আমার আদরের বউ-
    সেত সতত আমার অর্ধাঙ্গিনী,
নারী ছাড়া চলিতে পাড়ি না
     বন্ধু , সে কথাই আমি জানি।


নারী আমার বোন, ভাবী,বন্ধু-
    নারী আমার শ্রেদ্ধের নানী,
নারী ছাড়া আমি জগতের মুখ
    দেখিতে পারিনি জানি।


তামাসার ছলে নারীদের নিয়ে-
    কত ঠাট্টা বিদ্রোপ করি,
নারীদের আমি সম্মানের জন্য
     কত শ্রদ্ধাভক্তি করি।