নারী তুমি সুন্দরী হলে-
     তোমায় সন্দেহ করবে স্বামী,
নারী তুমি কুৎসিত হলে,
    স্বামী পরকিয়ায় করবে মাতা-মাতি।


নারী তুমি শিক্ষিতা হলে-
     স্বামী হীনমনিতায় ভুগবে,
অশিক্ষিত হলে সন্তানের প্রতি,
    তুমি অমনোযোগি থাকবে।


নারী তোমার বাবায় গরীব হলে-
     স্বামী তুচ্ছ-তাচ্ছিল্য করবে,
কথায় কথায় ছোট লোকের,
     মেয়ে বলে খোটা দিবে,
ধনীর দুলালী হলে তুমি,
     স্বামীকে খাটিয়ে নিবে।


নারী তুমি গৃহিনী হলে-
   স্বামী বলবে তুমি ওল্ড মডেল,
আধুনিক হলে স্বামী বলবে,    
    হয়েচ গেছো ডিজিটাল মডেল।


নারী তুমি লক্ষী বধু হলে-
    সংকীর্নতায় থাকবে ঘরের কোনে,
স্বামী বলবে আধুনিকতার ছোঁয়া,
   তোমার মনে লাগেনি জীবনে।


নারী তুমি মডেল হয়ে-
    সমুদ্র সৈকতে ঘুরতে যাবে যখন,
স্বামী বলবে ঘরের কোনে থাক,
     স্বতীত্বের হেফাজত ক এখন,
চরিত্রহীনা বলে খোটা দিবে,
     বলবে কে আসল কে নকল।