নারী বড়ই মধুর
   এম,এ,সালাম
     ১৯-১০-২০


নারী তুমি বড়ই নরম
        অনেক যাদু জান,
              কঠিন হৃদয় গলিয়ে
                    চুম্বকের মত টানো।


কোন যাদু তোমায় দিয়ে
      পাঠাইছেন ওই বিধি
            তাজ্জব  হয়ে যাই আমি
                 শুধু নিরবধি  ভাবি।


পাগল হয়ে কত পুরুষ
       মন বিলিয়ে হাসে,
             কত পুরুষ  সব হারালো
                 তোমায় ভালবাসে।


তোমার যাদু দেখার জন্য
       পুরুষ সতত থাকে ব্যস্ত,
             কি যে যাদু দিলো বিধি
                   তোমার ভিতর মস্ত।


  সেই রুপে আজিজে মিশর
         পাগল জুলেখার জন্য,
               বার বছর বরশি বেয়ে
                    চন্ডীদাস হলো ধন্য।


  নারীর জন্য সম্রাট শাহজাহান
         গড়েছিল তাজমহল,
               ইতিহাস  হয়ে রইলো যাহা
                   দেখছে বিশ্ব মহাল।


নারী শুধু পুরুষের কাছে
       ভালবাসার পাত্র,
             নরের কাছে নারী নয় যে
                  তুচ্ছ উপহাস মাত্র।


সত্যিই তুমি নারী হয়ে
       পুরুষের কাছে বেশি ধন্য,
              স্নেহ শ্রদ্ধার পাত্রী তুমি
                   নয় তো ভোগের পন্য।