নারী জাতি(১৯৫৫)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১০-১১-২০২২
======================
নারী জাতি কোমল অতি সৃষ্টি কর্তার দান,
পরিবারের সুখ শান্তিতে যে নারীর অবদান।
গৃহের ভিতর মূল চালিকা থাকে নারীর হাতে
সংসার সুখী হয় যদি সৎ স্বামী তার থাকে।
নারীরা হলো  মায়ের মত  নরম তাদের মন
ভালোবাসা পেতে তারা পুরুষ করে আপন।
টাকা  পয়সা  বিশাল বাড়ি  চায় না রত্ন ধন
তারা চায়  বিশ্বস্ত সঙ্গী  সৎ চরিত্রবান মন।
নারীদের শৈশব কৌশর কাটে বাপের  বাড়ি
যৌবনে পদার্পণ করলে যেতে হয় তাহা ছাড়ি।
পরের বাড়ির লোকজনকে অতি আপন করে
আনন্দ ফুর্তি করতে পারে সারা জীবন ভরে।
স্বামীর সোহাগ পেলেও পায় শাশুড়ীর যাতনা
কষ্টে দুঃখে সংসার করে তবুও হাল ছাড়ে না।
নারীরা সকল যাতনা ভুলে,দেখে সন্তানের মুখ
ভুলে যায়  অতীতের সকল যাতনা  কষ্ট দুঃখ।
এই সমাজে নারীরা যে সর্বদা স্বামীর সমভাগী
নির্যাতন কতিলেও নারী যায় না সংসার ত্যাগি।
নারী জাতি ঘর কন্নায় সারা জীবন দুঃখে গড়া
তবুও ছিন্ন করতে চায় না স্বামীর সঙ্গ জোড়া।
এমনি ভাবে অতিবাহিত নারীর সারাটি জীবন
পিতার ঘরে জন্ম তাদের স্বামীর আলয়ে মরণ।


নিজ গৃহ,বরগুনা পঃ মনসাতলী।