নারীকে পর ভাবিওনা
     এম,এ,সালাম
      ১৮-১০-১৯


মানুষ কেন বলেরে ভাই-
    নারীর নাইরে কিছু,
আমি দেখছি সব পুরুষই
    হাটছে নারীর পিছু।


পিতামাতার আদরে মেয়ে-
    অন্যের ঘরের বোঝা,
সব পুরুষে ভাবে মেয়েদের
     মেয়েরা নাকি সোজা।


এই নারী
ছেলের কাছে মা জননী-
   দেবরের কাছে ভাবী,
অন্যের কাছে অন্নপূর্ণা
   সংসার অচল  সবই।


নারী ছাড়া ওহে পুরুষ-
     সন্তান জন্ম দিতে পার,
পারলে তুমি এই ক্ষমতাটা
      একটু দেখাতে পার।


নারী ছাড়া যে তুমি অচল-
    ভেবে দেখছো নাকী,
নারী ছাড়া তোমার সংসার
     হইবে নাকি সুখী।


নারীর চেয়ে আপন করতে-
     কে তোমাকে পারে?
বাপের বাড়ী ছেড়ে এসে
     আপন করে তোরে।


গোত্র হতে গোত্রান্তর হয়ে-
    পুরুষের মাঝে আসি,
তাইতো নারী ভালবাসে পুরুষ
     জীবনের চেয়ে বেশী।


মেয়েরা যদি ও নারী রুপে-
     এই ধরাতে আছে,
পূরুষতান্ত্রীক সমাজ হয়েও
      পুরুষকে ভালবাসে।


মায়ের গর্ভে জন্ম নিয়ে ও-
     মা হিসেবেই আছে,
জেনে রাখুন ওগো পুরুষ
    ওরা তোমার সুখেই আছে।


নারী তো ভোগের নয়-
     নারী ত্যাগেও আছে,
নারী ছাড়া জীবন যৌবন
     সবই তোমার মিছে।