নারীর  মূল্য
          এম,এ,সালাম
           ০৫-০২-১৮


  স্বল্প দামে কিনেছো নাকি নারী-
        ওজন আধা কিম্ভা সের,
  যুগের পর যুগ যে গেল ভেবেছো
        পেলো না কেউ টের।


  নারী সে তো সুবাসিত ফুল-
     যে ভাবে চাও ছিঁড়ে নিবি,
  কিছু নারী আছে খুবই ব্যতিক্রমি
     তাদের হিসেব করে চলবি।


  নারীরাও কিন্তু রক্ত মাংসের-
      তারাও কিন্তু মানুষ,
  যেমন খুশী তেমন নাচাবি
      সেতো নয় রঙিন ফানুস।


  বুদ্ধি খাঁটিয়ে মূল্য দিবি ওদের-
      পারলে দিবি মুক্তির ডাক,
  মাইক ফুকালে দেখবি দেখে
      চারিদিকে নারীর কত ঝাঁক।


  উচু-নিচু তলার বাবুরা সব-
      নারীর কথায় চলে,
  ভুল বশতঃ এই নারীদের
      ফেলিস না ভেল্কির ফাদে।