নারীর ভীমনাদ
  এম এ সালাম
     ২৬-০৬-১৯


নারী যদি কথা বলে-
   অধিক উচ্চঃস্বরে,
তাকে সুভাষিনী বলিব
   আমি কেমন করে।


পথে ঘাটে কথা বলে-
    মোবাইল কানে নিয়ে,
নিজের কথা নিজে শুনে না
    এমনি ছোট্ট মৃদুসরে।


দেখি, সভাসদে  ও শিক্ষালয়ে-
    উচ্চসরে কথা বলে,
সেই নারীকে ভাল বলিবে
     কে আছে এই সংসারে?


নারীর কর্কষ ভাষার বাক্যলাপে-
    আমার খারাপ লাগে,
কেন যেন ওই নারীর রুপ
     সবার মনে জাগে।


নারী থাকিবে নারীর আসনে-
     এটাই সঠিক কথা,
তা না করে উলটো পথে
     কেন খাটায় মাথা।


নারী,ভালমন্দ যাচাই না করে-
    অহেতুক ঝগড়া করে,
ভুলের মাশুল দিতে হবে
     নগদ না হলেও পড়ে।