নাইয়ুর যাব
      এম এ সালাম
        ২৯-১০-১৯


মা-বাবা মইরা গেছে সেই যে কবে-
ভাইরা আর নাইয়ুর নেয় না এই যে ভবে?


যারা গেছে তারা আর ফিরবে  না এই ভবে-
বোনের দুঃখ ভাইয়েরা আর বুঝবে কবে।


বেঁচে আছে ভাইয়েরা সুখে জীবন কাটে-
বোনেরও খবর নেয় না মাসে বছরে মোটে।


বাবার জমি ভাগ করে খায় ভাইয়েরা মিলে-
আশার বসতি খাইছে ওরা যে সবটুকু গিলে।


কবর দুটো পড়ে রইছে বাড়ির পুকুর পারে-
বছর পর বছর গেলেও যত্ন নেয়না ওরে।


ভাইদের অসুখের খবর শুনে ছুটে যায় বোন-
কেঁদে কেঁদে বুক ভাসায় ভাইয়ের দরাশন।


বোনের খবর নেয় না রে ভাই দুনিয়ার নীতি-
বোনের সম্পদ খাওয়ার জন্য দেখায় কত ভীতি।


নাইয়ুরে আর যাইবে নারে ভাইদের বাসায়-
হলুদ গিলায় গোসল দিবে শেষ নাইয়ুরের আশায়।


বিধির কাছে বিচার দিল পাড়ার একবোন-
কষ্টের কথা বলতে পারে না বোন যে সচেতন।


বোনের অধিকার নষ্ট হচ্ছে ভাইয়ের দ্বারা-
তাই তো আমি কাব্য কথায় দিলাম একটু সারা।