নিবাস হবে কি ইন্দ্রালয়ে?
     এম,এ,সালাম


ধরার বুকে পাঠিয়ে দিয়ে-
    তামাশা কর তুমি,
যেমনি নাচাও তেমনি নাচি
    বল,কি দোষ করেছি আমি?


নিমক খেলাম,গুন গাই নি-
    বরং অপবাদের পাল্লা ভারী,
কয়লা ধুইলে ময়লা যায় না
    সাবান দিলেও কত শত।


তোমার কেতন করিতে পাড়ি নি-
    জগৎ ভুমে লোভে পড়ে,
সৃষ্টি কর্তা ধরিবে যেদিন
     কাউকেও ছাড়িবে না জানি।


কাজ কর পূন্যের আশায়-
   নচেৎ সবই মিথ্যা অসাড়,
সৃষ্টিকে ভুলে যাই নি কখনও
   নিবাস হবে শান্তির আশায়।