নিশ্চিহ্ন মানবতার(১৯৩০)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৬-১০-২০২২
=================
এই সমাজে কেউ নেয় না?
জুলুম,নির্যাতনের খোঁজ,
অন্ধ সমাজে ধুকে ধুকে মরে
মায়া, মানবতা  রোজ।


পরের ক্ষতিতে ব্যস্ত দিবারাত্রি
শুধু চেষ্টা ক্ষতির সাধন,
অপরের ভালো চাওয়ার মতন
নেই ভালো লোকজন।


শয়তানের ফাঁদে ভালোরা কাঁদে
নয়নে ঝড়ে নোনাজল,
নীরবে শুধু কষ্ট সহ্য করি বুকে
চেয়ে চেয়ে দেখি ছল।


ধর্মের ডাক আপনি ছুটে চলে
দেখায় সত্য আলোর পথ,
ভুল বুঝিয়া ধরায় মানবকুলে
প্রবাহিত হয় সবার রথ।


নেতার অভিনয় মিথ্যা ছলনা
লোক সমাজে বাজিমাত,
গরীব নীরবে কুড়ে কুড়ে মরে
হায়!বপুতে নেই যে ভাত।


নয়নের ছানি চোখের সমস্যা
রঙিন স্বপ্ন পুড়ে ছাই,
মানবতা আজ কথার কথা
সমাজ যে ভালো নাই।


রোগ লেগেছে মানুষের মনে
অপাত্রে মেরেছে  বিষ,
স্বার্থ যাদের পাওয়ার নেশায়
তারা দেয় মাঝে শিষ।