নিজের পরিচয়ে (১৮৫৫)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০১-০৮-২০২২
_________________________
লড়াই করে বেঁচে থাকবো নিচের পরিচয়ের জন্য
আমি বড়াই করবো মানব সেবায় তবেই হবো ধন্য।জীবনে পরগাছা হয়ে বেঁচে থাকার নেই তো কারণ
আমি মনে হয় এখন বেঁচে আছি বাস্তবে এক মরণ।
হায়রে প্রতিপদে প্রতিক্ষণে নত হয়ে ধরতে হবে চরণ
নিজের পরিচয়ের জন্য বাঁচে যারা লোকে করে বরণ।
দেখুন নিজের পরিচয়ে বেঁচে থাকার সুখ আনন্দ যত
হাত পেতে দয়া চেয়ে জীবন যাত্রা যন্ত্রণা দেয় তত।
রক্তের ধমনী  বন্ধ হয় তখন ডানে বায়ে বুকে ব্যথা
নিজের পরিচয় যদি না থাকে বন্ধু জীবন মৃত কথা।
নিজের পরিচয়ে কেহ হচ্ছে দিনে দিনে সন্ত্রাসী দানব
আবার এই নিজের পরিচয়ে কেহ হচ্ছে শ্রেষ্ঠ মানব।
ক্ষমতা দর্পণ দেখে নিজের পরিচয় চেনা এক শিক্ষা
পথে মাঠে ঘাটে জন সমাজে সে করে না পরিচয় ভিক্ষা।
প্রতিটি ঋতুর বৈশিষ্ট্য আছে,আছে নিজের এক পরিচয়
নিজের পরিচয়ে বাঁচে যারা নেই তাদের কোন অভিনয়।
জেনে রাখুন সত্যি চিরকাল থাকবে সত্যি নির্ভয় হয়ে
নিজের পরিচয়ে বাঁচা এক কঠিন অস্থিত্ব কিসের ভয়ে?