নিরানব্বইতে
     এম,এ,সালাম
     ০২-০২-১৮
আঠাশ বছর আগের কথা-
   দুরান্ত সাহস ছিল আমার,
ভয় পাইতাম না শয়তানেরে
   সাহস ছিল দূর্নিবার।


সাহস নিয়ে প্রেমাবেগে-
    উড়েছি ভালবাসার ডানা মেলে,
জৈ ঝামেলা দুরান্তপনা
    সব কিছু পিছনে ফেলে।


মনের মাঝের স্বপ্নেরা সেদিন-
    উকি মারে রঙিন ফানুসে,
রাতের আধারে ছুটে যেতাম
    গোপনে প্রিয়তমার নীড়ে।


বুকের ভিতর সাহস ছিল -
    পাকা দেয়াল টপকাবার,
টেক্কা মেরে ছুটে চলেছি
     কাটা তারের বেড়া।


জীবন তরীতে বৈঠা নেই-
    হাইলের মাঝি কানা,
সাহস নিয়ে অজানা পথে
    চলিতে ছিল না কোন মানা।


ইতিহাসের বড় কষ্ট ঘটেছিল-
    জীবন নদীর বাকে,
তেইশে জানুযারী ঊনিশশত নিরানব্বই
     পা রেখেছিলাম অর্নিবানে।