নিরানন্দ
    এম এ সালাম
         ০৮-০৬-১৯


সুখ পেলাম না এই যে ঈদে-
     বৃষ্টিতে ভরপুর,
ছোট্ট বাবুর পরা হয়  নি
     পায়ে রুপার নুপুর।


শিরনী খাবে মলিদা খাবে-
     এ বাড়ী ওই বাড়ী,
জ্যৈষ্ঠ মাসের প্রবল বৃষ্টি
সেই সুখটুকু নিল কাড়ি।
    
মামার বাড়ী যাইবে খুকু-
    আলতা রাঙা পায়,
রঙ বেরঙের নকশা করা
   বৃষ্টিতে ধুয়ে গেল তায়।


খোকা যেমন আড়ি দিচ্ছে-
    যাইবে মামার বাড়ী,
টোনা-টুনির ফেরনী লুডুস
     খাইবে সবই কাড়ি।


প্রতিক্ষার প্রহর গুনছে-
    বৃষ্টি থামবে কখন,
মেয়ে জামাই শ্বশুর বাড়ী
     বেড়াতে যাবে তখন।


সব আনন্দ কেড়ে নিল-
    ঈদের সময় বৃষ্টি,
ঘরে বসে আড্ডা করেও
    পাইনা কোন তুষ্টি।