তোর চোখে প্রণয়ের ভাষা-
    বুঝি তৃষ্ণীম্ভাব মনে,
কোমল দেহটা ধাক্কা মেরে
     ছোঁয়াই তোরই সনে।


দিবা নিশি তোরই সৌহৃদ্য-
    অবাস্তব তাড়না করে,
কখন আসবি শিকল কেটে
      গহীন মনের ঘরে?


তোরই জন্যে কত সাজে?
    হৃদয়ের শত হর্ষ,
তোরই লাগিয়া হৃদয় হাসে
    কত  শত হাজার বর্ষ?


কেনো দেখি নির্বাক সখ্যতা-
     মূঢ়তা মনে ব্যর্থ,
তোরই না বলা কথা আজ
     খুঁজে কথার স্বার্থ।


তুমি দেখ না গভীর ধ্যানে
     ছাতি ভরা আশা,
তোরে নিয়ে কত গাঁথি মনে
     বন্ধুকৃত্য সন্ধি বাসা।