ভালবাসা যে মনের মিলন-
    দুটি আত্মার বন্ধন,
মনের বন্ধন যদি হয়ে যায়
   করা যায় না তারে খন্ডন।


ভালবাসায় খাদ ছিল  না-
    ছিল কিনা মনের বাঁধ,
চায় না এমন আবেগ বসে
   করেছে ভালবাসার নকল ফাদ।


আত্মার বন্ধন না যায় খন্ডন -
   জান,জ্ঞানীরাই  বলে,
তাই বলে কি এমনিই পড়েছি
   ভালবাসার নকল ফাদে।


তুমি ত আমাকে শিখিয়েছে প্রেম-
     প্রেম আগে কি জানতাম না,
এটা কি তোমার অভিনয় ছিল
     কিন্তু ইহাতে স্বার্থ ছিল না।


কথা বলিত চোঁখে মুখে-
    ভাব করিতো অঙ্গে,
এটা ছিল তোমার কৌশল মাত্র
    আমার মনের সঙ্গে।


আহা! এত কষ্ট যে মনের কোনে-
    কাহার কাছে যে বলি,
স্বার্থসিদ্ধি হয়েছে তোমার
    তাই তুমি আমাকে গেলে ফেলে চলি।


আহা! মেয়েরা যে এত ছলনাময়ি-
   ছল চাতুরীর ফলে,
আমার সম্পদ মান ইজ্জত টুকু
    কেড়ে নিয়েছে ছলে বলে।


নদীর তীরে একা একা বসে-
    নকল ইতিহাস নিয়ে ভাবছি,
অধিক শোকে পাথর হয়ে
     মাঝে মাঝে শুধু হাসছি।


কষ্টের কথা নির্জনে বসে-
    শেয়ার করি নদীর সাথে,
কেউ ছিলনা আমার সংগে
    ছিল শুধু নীল আকাশটা সংগে।


আমার আকুতি শুনিয়া যে-
     বৃক্ষের পাতা কান খাড়া করে রাখে,
সাগর তীরে তরঙের রাশি
     তীরে ফিরে আসে বারে বারে।