নীরব নিহার
এম,এ,সালাম


আমি যে প্রেমিক পুরুষ-
     ভালবাসতে জানি খুব করে,
এ বাক্য বিশ্বাসে আনতে পারেনি
    প্রানপ্রিয় নিহার কোনমতে।


পার্কের কোনায় হেলানো বেঞ্চে-
   লেকের পাড়ের অপলক দৃষ্টি,
কণ্ঠে বলে বিশ্বাসহীনতার গুন
    গুনানীর আগুন ঝড়া কৃষ্টি।


শত প্রশ্নের উত্তর দেয় না নিহার-
    নিরুত্তর হয়ে বসে থাকে,
ফেলে দিয়ে লজ্জার ঝাড়িটা
    কেন এসোছো আজ কে জানে?


মরুর বুকে ঝর্না বহাতে পারি-
    খুব ঘটা করে স্রোত ধারায় জলে
নিহার মানতে মোটেই রাজি নয়
     পিড়াপিড়ি ভালবাসার ছলে।


পশ্চিমা বায়ে বালুর কনা হঠাৎ-
    নিহারের চোঁখে ডুকে যায়,
নরম রুমালে সে বালুকনা
    আমি তুলতে নজর লেগে যায়।


চোঁখের উপর চোঁখ রাখিতে-
    দিব্যি আর নয়নে দেখা গেল,
চোঁখের কোনাদিয়ে নিহারের
   কষ্টে দু'চোঁখে অশ্রু গড়িয়ে এলো।


কণ্ঠে আমি গান গাইতে পাড়ি-
    নিহার বিশ্বাস করতে পারে নারি,
হেলানো কাদিরায় মাথা নারিয়ে
    নিহারের মনের কষ্টের গান করি।


হঠাৎ করে গায়ের সাথে গা এলিয়ে-
    হাতে হাতে হাত মিলিয়ে,
কাধের সাথে কাধ মিলিয়ে
     দু'জনে শুধুই সাম্যের গান করি।