সারাদিন কর্মক্ষেত্রে ব্যস্ততায় কাটে-
    সকাল হতে সন্ধা পর্যন্ত ব্যস্ততা,
দিনের আলোতে বিশ্রামের সুযোগ নেই
দিন-রাত পরিশ্রম হাতছানিতে ডাকছে।


দিনের শেষে যখন সন্ধা নামে-
   ছুটে আসে আগামী প্রভাতেরকর্মসুচি,
স্মৃতির পাতায় উল্টিয়ে লিখতে থাকি
হিসেবে রাত্র দ্বিপ্রহর পৌছে যাই।


এমনি মুহুর্তে তোমার সুদর্শন মধুমাখা মুখটি-
মনের নীল আকাশে তারায় ভরে যায়,
প্রজাপতির রঙে উড়ে উড়ে ঘুরে বেড়ায়
মুখখানা হাসিতে জ্বলছে চাদের মত।


কি করি কাব্য লিখি আর সতত ভাবি-
কি যাদু প্রদর্শন করেছ আমায় ভুলতে
পারিনা,
শত ব্যস্ততার মাঝে কাব্যের ভাষায়
ভাবনার চিত্র আঁকি,আর নীরবে কাঁদি।