শ্রবনের বর্ষা, মেঘেঢাকা ক্ষৌনীটা-
    বৃষ্টি ঝড়ছে অঝড় ধারায়,
ধরণীটা কালোমেঘে ছেঁয়ে গেছে
     নিস্তব্ধ সকল পথ যাত্রীরা।


পেঁজা পেঁজা মেঘে আমার মন-
    অশান্ত লাগছে কি যেন  হারিয়েছি?
কি করব ভেবে পাচ্ছি না এখন?
    স্কুল বারান্ধায় বসে ভাবছি।


মাঝে মাঝে উকি দিয়ে দেখছি-
    মেঘ কেটে সূর্যের আলো,
ছড়িয়ে পড়ছে কিনা এই সিক্ত ভুমে
   বসে আছি নতুন আলোর আশায়।


এই তো ক'দিন পূর্বে মর্তধামে-
    শুষ্ক হাওয়া বিরাজ করেছিল,
ক'দিন ধরে অচলা বৈরীভাব
   তাই তো আমার মন খারাপ।


ভাবছি সবই ওই সৃষ্টির রহস্য-
    তুমি পার তালকে তিল করতে,
তুমি পার অয়ন সাগর বানাতে
    তুমি পার সৃষ্টিরা যা না পাড়ে।