নিঃসঙ্গ জীবন
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
০৬-০৫-২২
🏌🏌🏌🏌🏌🏌🏌🏌🏌🏌🏌🏌🏌🏌
একাকী একলা থাকতে আমার লাগে মনে ভয়
চিন্তায় অধীর কখন আবার কি বিপদ কি হয়?
দেহ ও মন কোনোটাই নেই সেই আগের মতোন,
মনের মাঝে সাত পাচ খায় কখন বাজে অঘটন।
নাম না জানা নানা আতঙ্কে দিন_রাত ভয় পাই
জোড়ের ভাই মরে গেছে এখন কার কাছেতে যাই।
কত শত ওই কথার ঝুলি মনের মধ্যে থেকে যাবে
না বলা কত কথার মালা বাতাসে শুনতে পাবে।
যৌবনে এই মনটাকে  সদা কত কঠিন রাখতে হয়
রাখলে তবে মনের কোনে থাকে না কোন ভয়।
বিধাতার দয়ায় জন্ম নিলেই তার মৃত্যু অবধারিত
এ জন্য আজ শুধু শুধু কেন আমরা আতঙ্কিত।
ঘটে যাওয়া ঘটনাবলি কখনো থাকে না হাতে কারো
বিপদ আপাদ ঘটবে না ভেবে কি ফুর্তি করতে পারো।
আয়ত্তের বাহিরে যা ঘটে নি তা নিয়ে কেন হও ক্লান্ত
সকল বিপদ আপদ ছুড়ে ফেলে  মনকে রো শান্ত।
এ জীবন যে মায়ার চাদরে থাকে সুন্দর রুপে ঢাকা
অঘটন যদি ঘটে যায় তবে সবকিছু দেখো ফাঁকা।
দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা ধরায় সবই মায়ার খেলা
ধারণ করে নিতে হবে মনে সবটাই বিধাতার লীলা।
নিঃসঙ্গতা মানব জীবনে হা-হা কারের একমাত্র পুঁজি
তবুও আশার বুক চিরে বাঁচার জন্য সঙ্গী সাথী খুঁজি।