নিঃস্বের ঈদ
             এম,এ,সালাম
                   ২৪-০৫-২০


আমার যে ভাই ইচ্ছে করে
সুন্দর গোলাপি শার্ট কিনি,
দীনতার ঘরে জন্ম দিলেন
ওই পাক-পরোয়ার যিনি।


আকিঞ্চন যদি আমায় বানায়
কেন সুন্দর মন দিল?
মন যে আমার চায় যে কত?
হায়! তোমার যাহা ছিল।


স্যারের পোলার প্যান্ট শার্টটি
এই মনের মাঝে ভাসে,
কত আশা বিরাজ করছে?
টাকা নেই যে কাছে।


দাদা,তোমরা যে বিত্তবান
পছন্দের খাবার খাও,
আমরা দুস্থ অভাবী বলে
খাই,তোমরা যাহা দাও।


ওই উঁচুতলার মানুষগুলো
ভাবে না নিচুতলার কথা,
ইচ্ছে থাকিলেও সমার্থ নেই
তাই বলছি কষ্টের কথা।


ভাই, তোমরা যে সন্মানী লোক
আমরা যে গরীব দুঃখী,
ফেরনি,পোলাউ লুডুস খাও
আমরা উচ্ছিষ্ট খেয়েই সুখী।


বিদ্রঃ- সমবয়সি মালিকের ছেলের সাথে কাজের বুয়ার ছেলের কথা।