নদী ও তুমি
এম,এ,সালাম
৩১-০১-২১
--------------------------------------
এই যে নদী নিরবধি চলছো কুল কুল রবে
এ যেন তোমার নুপুরের ধ্বনি শুনিতেছি সবে।
মাঝ নদীতে নাও ভাসিয়ে গানের সুর তুলি
তোমার সর্বাঙ্গ স্পর্শে আমি শান্তির পরশে ভুলি।
তুমি এসো তবে নুপুরের ছন্দ তুলে নিক্কন ধ্বনি
ছোট বড় সবারে দাও বিলিয়ে করুনাময় পানি। আলিঙ্গনের বন্ধনে আজ তোমারে আগলাতে চাই
নদীর কাছে আমি ও তুমি ছিলাম রক্তের মত ভাই।
অনুভুতির সাথে মিলিয়ে দেখেছি সুন্দর তুমি না নদী
তুমি সুন্দর ভালবাসায় আগলে রাখতে পারি
তুমিই ভাল ভালবাসার পরশ পাথরে আগলে যদি।
যে নদী হয়েছে এতো সুন্দর তোমার রূপ হরণ করে
তাকে আমি আগলে রাখিব হাজার বছর ধরে।
তুমি না থাকলে হত না কিছু এত সুন্দর মধুর
মনের সত্য প্রকাশ করিব জীবন গেলেও শুধুর।
সারাবিশ্ব জগত এত সুন্দর শুধু তুমি সুন্দর বলে
তুমি আমার গোপন আত্মা যেন সুখের নীড় ফলে।