নদী তোর ভয়ে
এম,এ,সালাম
০৭-১১-২০


নদী,তোকে ভেবে গভীরভাবে  মিশে যেতে
ইচ্ছে করেছিল রাতের শেষ ভাগে,
কিন্তু কেন যেন পেরে উঠছি না।
তুই তো আগুনের রঙ লাগিয়ে ছুটে চল
কত তান্ডবলীলা হার মেনে যায় তোর সাথে।
তোমার দেহের কলাগুলো আগুনমুখো
কি যে রুপ তোমার বোঝার সাধ্য আছে কার? তোমার উর্মিমালার তাল সুরের শেষ কোথায়?
তুই এক নিমিষে নিমজ্জিত  করে দিতে পার
তোমার উপর ভর করে ছুটে চলা সব তরী,
তোমার আসল রুপের কাছে সবই হার মানে।
আপন পরের ধার ধারণা, নীতি কথা শুননা,
তোমার করাল গ্রাসে  সবাই ভয়ে কম্পমান
কান কথা শুননা লোভের মুখে পর না
তোমার আসল চেহারার  কথা মনে পরলে
সিডার  এসে কড়া নাড়িয়ে যায় অন্তরে অন্তরে।


বিদ্রঃ ভুল ক্লিকের কারণে মুছে গেছে, তাই পুনরায় পোস্ট করলাম।