নদীর পাড়ের সেই মেয়েটি
    এম এ সালাম
     ০৪-০১-২০২০


নদীর পাড়ের সেই মেয়েটি-
    সহজ সরল জীবন,
গলদা চিংড়ির রেনু ধরেই
     নদীর পাড়েই মরণ।


বাসা দিয়ে বসতি তার-
    সাথে থাকে বৃদ্ধমাতা,
পৌষের শীতে মাথা গুজে
    দিয়ে ধ্যাতরা খ্যাতা।


এই পাড়াতে অনেকের বাস-
    তারাও পোনা ধরে,
সেই মেয়েটির মতই তারা
    শীতে কত কষ্ট করে।


পোনা ধরে বিক্রি করে-
     অর্থকড়ি যাহা পায়,
তাহা দিয়ে ডাল চাল কিনে
     কোন মতে খায়।


মাঝে মধ্যে ক্ষমতাধরেরা-
    মেয়েকে ডিস্টাব করে,
সময় অসমায় মায়ের সামনে
    প্রেম নিবেদন করে।


মেয়েও নেই আড্ডাও নেই-
     আছে শুধুই স্মৃতি,
চোঁখের সামনে  ভাসিতেছে
    সেই মেয়েটির কৃতি।