বিজন মাঠে গাঁয়ের পথে-
    আমি একা চলছি,
আশে পাশে ধানের ক্ষেত
    চেয়ে চেয়ে দেখছি।


কৃষক হাসে ফলন দেখে-
     আমি রাস্তা দেখে,
অজপাড়া গাঁয়ে কি সুন্দর
     ছোঁয়ার দৃশ্য দেখে।


মাঠের উপর সারি সারি-
   কত্ত ধানের নাড়া,
মনের কোনে কে জানি
    দেয় গো আজি সাড়া।


হাটিতে হাটিতে মন-প্রান-
     উঠে নেচে গেয়ে,
ওই পাড়াতে স্বজন বাড়ী
     যাব পান খেয়ে।


গাঁয়ের রাস্তা দেখে ভাবি-
    এ যেন সুন্দর শহর,
সামনে গেলে বিষখালিতে
    আছে নৌকার বহর।


নদীর তীরে সারি সারি-
  কেওড়া, ছৈলা, গোল,
ভক্ত বাড়ীর গরুর ফার্মে
    হয় কত্ত যে ঘোল।


দূর দিগন্তে গাঁয়ের শেষে-
    মিশে আছে আকাশ,
রোদ্দুর ময় শূন্য পানে
    কোথাও নে যে বাতাস।