নষ্ট মেয়ের প্রেমে(১৮৮৪)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩১-০৮-২০২২
_____________________
নষ্ট মেয়ের প্রেমে পরলে
জীবন যৌবন শূন্য,
ভাবছো নাকি এ প্রেমেতে
জীবন হবে যে ধন্য।


যত ই দেখো বেশ ভুষা যে
চাকচিক্যে লালে লাল,
বাহির দেখো যতই সুন্দর
অন্তর মাকাল ফল।


অন্তর নষ্ট যার সবই নষ্ট
চেহারা দেখে কি বুঝবে?
মনের নিক্তিতে ভালো মেয়ে
সব জায়গাতে খুঁজবে।


লাল রঙের ঠোঁট পালিসে
কপালে লাল টিপ,
ভিতর তার লাল রক্তে ভরা
মন আছে কি ঠিক?


এ জেনানা থেকে দূরে থেকো
তবে সুন্দর জীবন হবে,
এ মেয়ের প্রেমে পরলে কেহ
সংসার জীবন নষ্ট ভবে।


খারাপ মেয়ের প্রেমে পরলে
কি হবে তোমার গতি?
জীবন যৌবন সবই যে শেষ
যদি নারী হয় অসতী।