নষ্ট সমাজের কষ্ট
এম,এ,সালাম
  ১৫-০২-২১
----------------------
ইতর সমাজ ভুলের জাতি
সতত লোভের মত্তে বেহুশ,
বিবেকটাকে বিসর্জন দিচ্ছে
খাচ্ছে পরমানন্দে ঘুষ।


যোগ্য লোকের মূল্য দেয় না
নেই সঠিক কাজের দাম,
আজ রক্ষাকারী ভক্ষণ করে
এটাই তাদের ভাল কাম।


খারাপ কাজে বাধা দেয় না
আমরা সমাজের লোক,
আজ এমনি বেঁচে লাভ কি?
থাকে লোভের প্রতি যোক।


গরীব দুঃখির খাবার দেখে
চোখ মন টাটায় যেথায়,
ওদের ঠকিয়ে ছো মেরে সব
বড় হতে চায়  সেথায়।


চোখ ভরলেও  মন ভরেনা
চাই আরও অনেক চাই,
যার কারণে তাদের মাঝে
কোন ন্যায়ের বিচার নাই।


এই অভাগারা পায়না খুঁজে
আজ ভাল পথের খোঁজ,
দেখি সেই সমাজের অপরাধীরা
দর্পে কিলবিল করে রোজ।