নতুনের জয়গান
এম,এ,সালাম
২৬-০৮-২০


তোল তোল নোঙ্গর তোল হও ধাবমান
জীবন জয়ের নোঙ্গর তোল হও মহিয়ান।
ভীতু হয়ে ঘরের কোণে জিমিওনা তরুণ
নিজেক  ভেবো না দূর্বল অযোগ্য  ভীরু।
ঘুমান্ত প্রতিভার কথা  সতত কর স্মরণ
নিজেকে সাহসী ভেবে কর মৃত্যু বরণ।
তোমার প্রতিভা হবে চলার পথের সাথী
ভয়ে ভয়ে পথ চললে কি হবে যে গতি।
রণাঙ্গনে বাজিমাতে উড়াও বিজয় কেতন
সেই বিজয় নিয়ে আসবে তোমারই রতন।
হে নতুন,  নেই কি তোমার দেহ রক্ত মাংস?
বিশ্বাস হারিয়ে ফেললে হবে তুমি ধ্বংস।
ওহে,প্রতিভার অস্ত্র হাতে গর্জে উঠ আবার
অস্ত্রের আঘাতে চূর্ণ কর শত্রুর অহংকার।
মন থেকে মুছে ফেলো পিছনের সব গ্লানি
শক্তি সাহস সঞ্চার করেই জয়ি হবে জানি।
প্রতিভার পুষ্পমাল্য  একদিন পরবে গলে
সেদিন সব কষ্ট ভুলে  দাড়াবে বুক ফুলে।
সময় থাকতে গড়ো স্বর্নোজ্জল ভবিষ্যৎ
সতত অতিক্রম করতে হবে ঘাত প্রতিঘাত।