ও নদী কীর্তনখোলা
                এম,এ,সালাম
                    ০২-০৮-২০


প্রনয়ের টানে ছুটে গিয়েছি
    একদিন কীর্তনখোলার তীরে,
সেদিন তোমার দেখা পাই নি কেন?
     হাজারো লোকের ভীরে।


সারাদিন নদীর পাড়ে ডিসি ঘাটে
     মনানন্দে করছি  ঘোরাঘুরি,
স্প্রীডবোট,লঞ্চ, স্টীমার কীর্তনখোলাতে
    ভীরে আছে কতশত তরী।


ইচ্ছে ছিল তোমায় নিয়ে লাঞ্চ করিব
  রিভারভিউ চাইনিজ রেস্তোরাঁয়,
তোমার অনুপস্থিতি আবেগী মনকে
  কেন যেন ইচ্ছে থেকে দূরে সরায়।


রিভারভিউতে কত সেলফি তুলি
    সিড়িতে নানা ভাবে ঘুরে ঘুরে,
নদীর উপর দিয়ে কত সাদা বলাকা
   আপন মনে  যাচ্ছে নীরে উড়ে।


এপারের সাথে ওপারের বন্ধন
  কীর্তনখোলাকে করছে একাকার,
স্প্রীডবোট,খেয়ার নৌকায়
  কত যাত্রীরা প্রয়োজনে করছে পারাপার।


রঙ বেরঙের জলযান চলে
কীর্তনখোলার বুকে ধারন করে,
মনের ক্ষোভে কীর্তনখোলা কাহারে
    পানিতে ডুবিয়ে নাহি মারে।