অব্যক্ত যন্ত্রনা
এম, এ, সালাম
১৩-০২-২০


হে আমার বন্ধু মহাল-
আমার সব লিখাগুলো আজও প্রকাশ হলনা,হবেনা
আমিত টানাপোড়েন বিরহে ভুগছি,
আমার মন তো বিশাল মহাসাগর
মনের ভিতর ডুব দিয়েছি, সাগর সেচেছি
কিন্তু কোথাও মানিক্য খুজে পাইনি,
সেঁচেছিলাম পাব বলে,কিন্তু আমার ধন নেই মন আছে।
বয়সের ভারে নূহ্য হয়ে পরেছি-
আমাকে কে যেন ডাকছে আয়রে আয়,
আমিতো চলে যাবো এক অচেনা দেশে
যেখানে গেলে কেহ আর ফিরে আসে না।
তবে কি আমার লিখা প্রকাশ হবে না,
আমার লিখাগুলো কি খুবই খারাপ
আমি যে খারাপ, লিখাও কি খারাপ
যদি কেহ পড়তে চান পাণ্ডলিপি নিয়ে পড়ুন,
আত্মার শান্তি পাব,আমাকে বাঁচাবে কে? আমার আত্মাকে বাঁচাবে কে?
আমি সেই চিন্তায় মশগুল থাকি দিবানিশি।
কিন্তু আমি চাই চিরনিদ্রায় শায়িত হতে-
কখন সেই বিভোর ঘুমে ঘুমিয়ে পড়বো
সেদিন হয়তো বেশী দূরে নয় অতি নিকটে
কিছুই করে যেতে পারলাম না,শূন্য হস্তে চললাম।