অবিবক্ষিতের আস্ফালন
        এম, এ, সালাম
               ২৯/০৬/১৯


অস্ফুটবাক আল্লাহর সৃষ্টি-
           পোড়া শুষ্ক মাটি দিয়া,
ওরা কেন বলতে পারে না,
একটু ভাবুন একান্তে বসিয়া।


আহা! ওদের কত আশা ছিল-
        লক্ষ্য গেল ওদেরে ছাড়িয়া,
আমি মনে করি ওদের স্বপ্নগুলি
       নেওয়া হয়েছে কারিয়া।


ওরা যে বাক্য বলতে পারে না-
  ওদের ঘটে অনেক ক্রোধ -রাগ,
     আসলেই ত ওদের জীবন,
মরুচিকার মত কল্পনাতেই থাক।


ওদের সাথে কথা বলেছি-
       মনের ভাব প্রকাশ করতে চায়,
বুক ফোটেত মুখ ফোটেনা,
        মনের কষ্ট মনেই রয়।


ওদের কাজ কর্ম দেখে মনে হয়-
            ওরা অনেক পারদর্শি,
অভিজ্ঞরাও হার মেনে যায়,
      দেখলে ওদের কাজের কৃতি।


কত সুন্দর হাত পা দিয়েছে-
         দিয়েছে কত সুন্দর চেহারা,
দেয় নি শুধু কথা বলার শক্তি,
       আসলে ওরা যে মন মরা।


ওদের আস্ফালন কাদের কাছে-
   একটু ভেবে দেখুন মজিয়া,
মুখের কথা বুকের মধ্যে -
        থাকে গুমরে গুমরে চাপিয়া।