অবোধ শিশুর প্রশ্ন
   এম,এ,সালাম
    ১৫-০৯-২১
================
জানতে ইচ্ছে করে মাগো
   যুদ্ধ সংঘাত কেন হয়?
যে মরেছে তার স্বজনদের
    চেয়ারা যে বিষাদময়।
সব মানুষই হয়  যদি গো
    ভাল ব্যক্তির সন্তান,
তবে কেন আজ বিনাদোষে
     যুদ্ধে যাইবে প্রাণ।
বোম বাজদের  বিষ বাষ্পে
     হয় বাতাস কলুষিত,
নারী পুরুষ আজ সর্বজনে
    মারছে যে যার যত।
মরছে নারী,শিশু পুরুষ সবই
    সমাজে বড়ই অসহয়,
আকাশ বাতাস কাঁপছে থরে
       শুধু  মরণ যন্ত্রণায়।
স্বজনদের মৃত্যুর আর্তনাদে
   হুতাশ করছে কতজনে?
মারার আগে কঠিন হৃদযে
    দয়ার জন্ম হয় না মনে।
এই জগত কি হয়ে  যাবে?
     মরণ কুপের  কল,
দয়া মায়ার স্থান নেই যে
  একদিন যাবে গায়ের বল।
সৃষ্টি,তুমি পাঠিয়ে দিলেছিলে
    তোমার কলের খেলা,
বলতে পার,ইহা থামবে কবে
      তোমার ধ্বংস লীলা?
হে মহানপ্রভু ,বুদ্ধি -বিবেক
      দাও গো তুমি সবের,
দূর হয়ে যাক  ধ্বংস লিলা
      শান্তি আসুক ভবের।