অচেনা পথ খুঁজে বেড়াই (১৯২৪) আবৃত্তি
এম,এ,সালাম (সুর ছন্দের কবি)
১০-১০-২০২২
======================
যখন থেমে যায় সংসারের সব কোলাহল
সুনীল পৃথিবী ঢেকে যায় নীরবতা চাদরে,
লোকালয়ে ক্লান্ত জোনাকিরাও যায় ঘুমিয়ে,
সেসম ধরাতে আমি একলা শুধুই একলা।
অনুসন্ধানে নিজেকে খুঁজি নিজের ভেতরে
একলা ঘরে মনে জাগে কত  হাজারও প্রশ্ন?
আমার পরিচয় কি?আমি কোথা থেকে এসেছি?
হাজারো চাওয়া পাওয়ার হিসেব পারিনা মেলাতে।
মিলে না হিসেবটা কতটুকু পেয়েছি এ জীবনে?
সৃষ্টির দেয়া ত্যাগের কতটুকু ব্যয় করতে পেরেছি
সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব ওই মানুষের কল্যানে।
চতুর্দিকে একটাই সুরের বাজিমাত আরো চাই,
আরো চাই বলে এত্ত হা-হা-কার,না পাওয়ার বেদনা
শুধু প্রলব আত্ম সংযাম কি হবে এত্ত সব দিয়ে?
এই যে চারিদিকে আরো চাই আরো চাই
চিন্তার বিষয়  যেতে হবে এক টুকরো সাদা কাপড়ে
থাকতে হবে আলোক বিহীন অচেনা অন্ধকুপে,
যেখানে গেলে মানুষ ফিরে আসার সুযোগ নেই।
যেখানে থাকবে না সুপ্রিয় স্ত্রী,স্বজন ও পরিজন
জানালার ব্যবস্থা নেই সমীরণের আলো পৌছায়
নেই মোবাইল সংযোগ,নেই কোন  ডাক পিয়ন
যোগাযোগের জন্য পৌছে দিবে প্রিয়ার চিরকুট।
মানুষ,তবে কিসের এত অহংকার টলটলে জীবনের?
যেখানে নেই শেষ ভরসার আশ্রয় স্থলের মুহুর্তটুকু।