ওদের কোন চরিত্র নেই
    এম,এ,সালাম
     ০৯-১১-২১
=============
নীতিটা যদি বিক্রি করে
ওই টাকার বিনিময়ে,
চরিত্রটা কেমন তাদের
যাবে একদিন ক্ষয়ে।


মোনাফেক কাকে বলে?
   একটু ভেবে দেখুন,
মুখের সাথে মনের সাথে
   অমিল কেন রাখুন।


দুই টাকায় যে ভুলে যায়
   ভাল মন্দের মাপ,
তার থেকে দূরে থাকুন
   ওরে বাপরে বাপ।


শুধু টাকার জন্য বেইমানী
    আপন রক্তের সাথে,
ওই মানুষগুলির কত যে বুদ্ধি
     ঘুরছে তাদের মাথে।


চরিত্রে যাদের দাগ লেগেছে
    মুছলেও উঠবে না,
পরে পাওয়া দু'টাকার নোট
    মোটেই ছাড়বে না।


আদর্শটা বিক্রি করে দেয়
    টাকার লোভে পরে,
আজ নীতি বাক্য লাথি মেরে
    যারে আর তারে ধরে।


কবিতা লিখার উদ্দ্যশ্য ঃ এম,বালিয়াতলীর  নির্বাচন