অধিকার নেই যেখানে
    এম,এ,সালাম


স্বাধীন দেশে বাস করিয়া-
   অধিকারে অনাধিকার,
জনগনের রাস্তায় চলাচলে
    আছে বিধি নিষেধের ভার।


কেহর বাবার টাকায় নয়রে কেনা -
     দেশের রাস্তাগুলি,
অধিকার খাটিয়ে চলতে গেলে
      মাথার যায়রে খুলি।


অটো,হুন্ডার চাকা ফুটা করে-
    বাস মালিকের চামচারা,
এই শ্রমিকরা কোথায় যাবে?
     ওরা হয়েছে অধিকার হারা।


বেকার ছেলেরা অভাবের তাড়নায়-
       অটো-হুন্ডা চালায়,
বাস মালিকের চামচারা প্রতিদিন
       রাস্তার মাঝে জালায়।


বেকার ছেলেদের অধিকার নেই-
      জীবন মান বাচানোর,
ওদের অধিকার ভুলুন্ঠিত করে
       অধিকার করেছে হরণ।


অধিকার হারিয়ে বেকার ছেলেরা-
      খারাপ দিক বেছে নেয়,
অনুপয় হইয়া বেকার ছেলেরা
       খারাপ পথে পা বাড়ায়।


বরগুনার নিশানবাড়িয়া রাস্তায়-
     অধিকারে অনাধিকার,
এই রাস্তাটি মনে হইতেছে এখন
    বাস মালিকের বাপ-দাদার।


স্বাধীন দেশে এমনি বিধান মোরা-
     কেমনে মেনে নিব,
প্রয়োজন বোধে অধিকার আদায়ে
      গায়ের রক্ত দিব।


সব শ্রমিকেরা এক হয়ে আজ-
    সংগ্রাম কর, লড়াই কর,
তোদের অধিকার আদায়ের জন্য,
     পারলে অস্ত্র ধর।