ওগো মধুর হাসি
এম,এ,সালাম
  ০৩-০৫-২১
  ***************
ওগো মধুর হাসি হৃদয়ে কেন
এতো বিরহ জ্বালা তোমার?
ভাবছো তুমি কোন দুঃখের
সাগরে ডুবে গেছো ?
আমার জন্য তুমি ভেবো না
তুমি আমার হৃদয় দেখো না,
আমি তো আছি তোমার পাশে,
আর চিরদিন পাশে থাকতে চাই।
তুমি আমার হৃদয়ের একাংশ
ভালোবাসার  অর্ধেক পৃথিবী।
অকারণে কেন এত ভাবনার
অন্তরালে ডুবে যাও তুমি?
তোমার বিরহ বেদনা অবস্থান
নিয়ে আমি নিজেকে প্রশ্ন করি?
সে কেমন আছে কি ভাবে আছে?
হাসি অনেক ভালবাসি তোমায়?
তোমার মাঝে সুখের ছোঁয়া খুঁজে পাই
কোন বিষাদের আগুনে যে
তুমি  দগ্ধ হয়ে যাও বলো?
জ্বলে পুড়ে ছাই  হয়ে যাচ্ছো
শয়ে শয়ে দিনের পর দিন?
একটি বার মন খুলে কথা বল?
আমার যতটুকু ভালোবাসা
সব‌ই আজ তোমাকে দিলাম৷
তুমি আমার জীবন সাথী,
তুমি বৈশাখী পূর্ণিমার রাতের তাঁরা।
হাসি তুমি নিঃস্বার্থ ভালোবাসা
আমার শ্বাস প্রশ্বাসের পুস্পিত রানী
তুমি আমার জীবন আমার ‌ অর্ধাঙ্গিনী৷
যে পথে তুমি ছুটে চলো অনাবরত
সেই পথে আমি আলোর প্রদীপ নিয়ে,
সতত  দাঁড়িয়ে থাকি।
একবার চোখ মেলে তাকিয়ে দেখ?
আমি তোমার সখা, সুখের স্বপ্ন
প্রাণের স্পন্দনে মত্ত থাকি সদা,
দু,চোখে স্বর্গ দেখিনি তবে
স্বর্গের সিঁড়ি বেয়ে বেয়ে তোমার
ভালোবাসা পেতে চাই।
যে পথ আঁধার ভুবন সুন্দর
সেই আধাঁর ভুবন রাঙ্গিয়ে
আলোর মশাল নিয়ে ছুঁইয়ে
ফুলে ফুলে আলোকিত করে দিবো।
তোমার হৃদয় ভুবন কত যে বড়?
চাঁদকে বলি একটু দূরে থাকো
আমার হাসি তোমার রূপের
থেকেও  অনেক  সুন্দর।