ওগো প্রিয়তি আমার(১৯১৯)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
০৫-১০-২০২২
========================
গত শরতে তুমি ছোঁওনি আমায় আলতো করে
ছোঁওনি তুমি নীল আঁচলের শাড়িটা,
পলকহীন চোখে চাওনি আমার মুখপানে
তুমি দাওনি মন কাড়া সেই রাঙা হাসিটা।


শরতের সকাল বেলা আমার কাছে অবেলাই লাগে
যখন তোমার আকাশে সূর্যটা উদিয়মান,
তখন কেন জানি আমার আকাশে কালোমেঘ?
মেঘের ফাঁকে ফাঁকে দেখার আগ্রহটা প্রবল।


কোন কষ্টে অনুরাগে চোখের জল ছলছল?
আবেগহীন অনুভবে নয়নের জল টলমল,
যত দেখি ততই মনের কোণে কষ্ট বেড়েই চলে
আগ্রহটা কেন যেন প্রবল থেকে অধিকতর।


বর্ষা শেষে কদম ফুলের উলঙ্গ বৃন্তটা সঙ্গহীন
মনের আগ্রহটা ছুটে চলছে তোমার নীরে,
মন চায় শরতের কাশফুলের আড়ালে থেকে
ক্যামেরা বন্দী হই বরগুনার বেসিক নগরীতে।


চলো না ঘুরে আসি বেসিক নগরীর ওইপাশে
সুরঞ্জনা পার্কে ছবি সেলফিতে ভরপুর করি মন,
কখন শুষ্ক অপরাহ্নের নীলাকাশে জড়িয়ে যাবো
সেও অপেক্ষায় রইলাম শরতের মনোকুঞ্জে।


শরতের ক্রান্তিলগ্নে আগমনী বার্তাটা দিতেছে
পুলকিত মন শীতের হীমেল হাওয়ায় ভাসবে,
তখন একই চাঁদরে জড়িয়ে যাব তুমি আর আমি
শীতটা উপভোগ করতে চাই সমরঙ্গের যোদ্ধা হয়ে।


প্রিয়তি,এবার  মনপ্রাণ খুলে হাসবো মিষ্টিমুখে
সাদা মেঘের ভেলায় চড়ে সমীরণে ঘুরে বেড়াই,
দিবসের শেষে শরতের নীলে প্রেমের রঙ মাখি
এত্তটুকু আলতো ভালোবাসায় আমরা ছুঁয়ে যাই।