অহরহো মিথ্যা বলছি
      এম,এ,সালাম
          ০১-০৮-২০
  
তথ্য প্রযুক্তি আসার পুর্বে মানুষ
   তেমন মিথ্যা বলিত নারে,
মোবাইলের আশায় মিথ্যার পরিধি
    আরও ব্যপক হতে পারে।


মোবাইল ফোনে কথায় কথায়
     বলে কত মিথ্যা কথা?
কোন কাজ নেই,  বলে ব্যস্ততায় আছি
      একটু পড়ে করিব  দেখা।


আসলে কোন ব্যস্ততা নেই
     মিথ্যাকে পুঁজি করে,
মনের মাঝে কালিমা লেপে
     অহরহো যায় বলে।


মোবাইলে বলে এখনো  আমি
      আছি অনেক দূরে,
আসলে যে অতি নিকটে
      মিথ্যা মোবাইল ফোনে।


কথায় কথায় মিথ্যা বলে
     মোবাইল আসার পড়ে,
লোক সমাজে গর্ব করে বলে
    মিথ্যা কথা বলি নয় রে।


যে মিথ্যা বলে তার মুখে
      মিথ্যা কথা শোভা পায়,
অহরহো মিথ্যার বুলি,
     সত্য বলিয়া জানায়।


সর্বদা মিথ্যা বলিয়া গর্ব করে
      আমি যে মিথ্যাবাদী নয়,
সব মানুষে মিথ্যা বললেও
      আমি সত্য কথা বলে যাই।


মিথ্যা বলা অভ্যাস হয়েছে
      এটা মানুষের দোষ নয়,
সব খানেতেই মিথ্যা বলে
      তাই অনেকেই বলে যায়।


মিথ্যার মাঝে সত্য কথা
      চাপা পড়ে গেছে,
মোবাইল ফোনে মিথ্যা কথা
     অভ্যাসে পরিনত হয়েছে।


মিথ্যা কথা বলিতে কেহর
      মুখে বাঁধা নাহি পায়,
গর্ব করে বলে এ জীবনে
    কখনো  মিথ্যা বলি নয়।


সত্যের ডাক ডুবে গেছে
      মিথ্যার ভারে নুইয়ে,
সত্য কথার ভাত নাইরে
      আধুনিক  যুগে ভাইরে।