অজানা মানুষ কে গো বল-
     যাকে আমি চিনি না,
সে নাকি আমায় জানিয়াও
     বলে কাহাকেও জানি না।


আমায় চেনে কথায় কাজে-
     বুঝে ফেলেছি আমি,
পরিচয় দিবে না তাই বলে সে
     আইডিতে অজানাই জানি।


শাক দিয়ে কি মাছ ঢাকা যায়?
     আমার বুঝে আসে না,
জেনে শুনে অজানা মানুষ
      না জানার ভান করে ক্যা।


চোঁখ বুঝে কেউ উলাঙ হয়ে-
     বলে আমায় দেখেনা কেউ,
তার মত বোকা জগত জুড়ে
    আছে নি আর যে কেউ।


খেক শিয়ালের ঘ্রান পাইলে-
     কুকুরে করে যে ঘেউ ঘেউ,
অজানা মানুষটি হবে কিন্তু
      আমাদের আশেপাশের কেউ।


বে নামে সে আইডি খুলিয়া-
    হয়েছে সে অজানা মানুষ,
চোঁখ বুঝিয়া উলাঙ হইয়া
     সে করিতেছে কত ফানুশ।


অজানা অজানাই থেকো গো-
     কথায় কাজে ধরা কেন দেও?
যার কারণেই সদা সর্বদা তুমি
      বকা তিরিষ্কার খাও ফাও।