অখিলের রং ধনুটা
    


খগলের রঙ ধনুটা রঙ বদলায়-
    মনের রঙ ধনুটাও তাই,
অতীতের স্মৃতিগুলো দাগ কাটে
    চিরকালই মনের পাতায়।


মন নানা রঙে নাচিতে থাকে-
    অজানা রঙ বিরঙে,
তোমার কাছে  চাইলেও দিতে পার
    বিলিয়ে হাজার রঙে।


রমনী তুমি এসেছো রঙ নিয়ে-
    এসেছিলে গোপনে গোপনে,
রঙ ধনুর রঙ বিলিয়ে দিতে
     প্রান খুলে দীর্ঘশ্বাস নিতে।


আমি যে শুধু তোমারই ছিলাম-
    প্যাচানো চুড়ির রঙে,
মেঘের মাঝে সকালে বিকেলে
   দর্শন দিতে নানা রঙ বিরঙে।


মেঘের ফাকে রঙ ধনুটা-
    মনে হয় সাগর জলে চুমুক দিয়ে,
সব পানি তুলে নিয়ে ভারী হয়ে
    বৃষ্টি ছিটিয়ে ধরনীটা শান্ত করে।


আকাশের রঙ ধনুটা হারিয়ে গেছে-
    আমা হতে অনেক দূরে,
ভরা যৌবনের রঙ ধনুটা
     কে যেন কেড়ে নিয়েছে।