অকিঞ্চিৎকর
এম,এ,সালাম
০৭-০৯-১৯


উই পোকার পাখা গজিলে-
     উইড়া মরে বুঝি,
বামন হয়ে চাঁদের গায়ে
     সুন্দরী নারী খুজি।


যার মুখ যতবড় সে তত-
     বড় কথা বলে যায়,
ক্ষুদ্র মুখে বড় কথা শুনিলে
     কেন যেন হাসি পায়।


ঢোল যতই বাজুক না কেন?
      ঢোলের মধ্যে খোল,
কম পানির মাছ লাফায় বেশী
      আসলেই কয়টি উটকোল।


যা পারে তার চেয়ে বলে বেশী-
      বাচাল মুখের শোভা,
মানি ওয়ালার মুখ খুলে না
       সম্মান খুয়ায় কেবা।


বুঝে শুনে হলেও কথা বল -
      আয়নার দিকে চেয়ে,
নচেৎ কিন্তু তোমার ইজ্জতটা
    ছারপোকায় ফেলিবে খেয়ে।


লেখা পড়া কিন্তু সমান সমান-
      টিপ দেয় স্বাক্ষরেতে,
ভাব দেখায় সে এমন ভাবে
     যেন  পড়ছে ভার্সিটিতে।